আগামীর সময় লাইফ দেখানোর পরে প্রশাসনের হস্তক্ষেপে নবাবগঞ্জ বাজার জনশূণ্য

 নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে মানুষের ঢল নেমে আসে সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত সময়ে। সারাদেশ লকডাউন রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের কারনে। সরকারি নির্দেশনায় সকলকে ঘরে থাকতে বলা হয়েছে এবং জনসমাগম এরিয়ে চলতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলেও এরা তার কিছুই মানছে না৷ বিষয়টি রবিবার সকাল ১১.৪০ টার দিকে দৈনিক আগামীর সময় পত্রিকার অনলাইন প্রোটালে লাইভ দেখানো হলে তাৎক্ষনিক সময়ের মধ্যে প্রশাসনের যৌথ অভিযানে সকল দোকাবপাট বন্ধ করে দেয়া হয়। ১৫-২০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ বাজার জনশূন্য হয়ে যায়।

আপনি আরও পড়তে পারেন