মোংলায় মাইকিং করে ঘরে বসে নামাজ আদায় করার নির্দেশ।

 
 
মোঃসুজন মোংলা প্রতিনিধি।        
সোমবার (৬ এপ্রিল) মাগরিব নামাজের আগে শহরের বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা করা হয়, ‘প্রিয় এলাকাবাসী, আগামী কয়েকদিন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে  আদায় করুন। মসজিদে নিয়মিত জামাত অনুষ্ঠিত হবে। তবে আপনারা বাসায় আদায় করুন। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন।”
করোনাভাইরাসের কারণে মসজিদে জনসমাগম এড়াতে আপনারা সবাই বাসায় নামাজ আদায় করেন।করোনার প্রাদুর্ভাবরোধে জনসমাগম এড়াতে মোংলার বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে ঘরে নামাজ আদায়ের অনুরোধ জানানো হচ্ছে। মোংলা শহরের বাজার জামে মসজিদ, বিএলএস জামে  মসজিদ, ট্রেডার্স জামে মসজিদ, ষ্টিভিডর জামে মসজিদ, থানা জামে মসজিদ, উপজেলা জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ থেকে একই ধরনের নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে- ‘মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে এর বাইরে মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।’
এছাড়াও শুক্রবার জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন