নবাবগঞ্জে বিনা প্রয়োজনে ঘুরাঘুরির দায়ে ১২ ব্যক্তিকে অর্থদণ্ড

বিনা প্রয়োজনে রাস্তা দিয়ে ঘুরাঘুরির দায়ে ঢাকার নবাবগঞ্জে ১২ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ মঙ্গলবার দুপুরে উপজেলার বাগমারা, শুরগঞ্জ ও শোল্লা এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম। সরকারি নির্দেশনা না মেনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ার দায়ে তাদের ১২ জনকে ২ হাজার ৬ ‘শত টাকা অর্থদণ্ড দেন বলে জানা যায়৷

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) রাজিবুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছেন সরকার। এমনকি সরকারি নির্দেশনায় অনুযায়ী গণপরিবহন চলাচল নিষেধাজ্ঞা না মেনে রাস্তায় বের হওয়ার দায়ে ১২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ তিনি অারও বলেন, তাদের সবাইকে পরবর্তীর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে৷ জনগণ যেন রাস্তায় না বের হয় সেজন্য উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং করেও সতর্ক করা হয়েছে৷ কেউ সরকারি অাদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

আপনি আরও পড়তে পারেন