প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই গ্রেপ্তার

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

নগরীর সকল প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি পথচারীসহ সকলকে ঘরে থাকার পরামর্শ ও বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে পুলিশ।

এরপরও কেউ যদি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হয় এবং নির্দেশ অমান্য করে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবে বিএমপি পুলিশ ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে শুরু থেকেই নগর পুলিশ কাজ করে যাচ্ছে। কেউ যদি অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয় এবং সরকারের নির্দেশ অমান্য করে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে।

আপনি আরও পড়তে পারেন