বিশ্রাম নেবার সময় নেই সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে বাঁচাতে ছুটে চলেছেন তিনি

 

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে বাঁচাতে গ্রাম থেকে গ্রামে ছুটে চলছেন তিনি। একটুও বিশ্রাম নেবার সময় নেই তার। তিনি আর কেউ নয় তিনি হলেন কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার। মানুষকে বাঁচাতে সারাক্ষন ছুটেচলা তার। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ বাজারে জনসমাগম রোধ করা অপ্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করা। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে চায়ের দোকানে লোকসমাগম রোধ করা। একই দিনে পৌর এলাকাসহ উপজেলার ৩০টিরও বেশি ছোটবড়ো বাজারে মানুষকে বোঝানো। ফার্মেসিকে অতিরিক্ত দামে মাস্ক ও ঔষধ বিক্রি না করতে পরামর্শ দেয়া। বাজার ও চায়ের দোকানে অযথা বসে আড্ডা না মারতে মানুষকে বোঝানো। সরকারি আদেশ ও আইন অমান্যকারীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ ব্যক্তিকে ৮হাজার ৯শ টাকা জরিমানা করেন। তাদের এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ভুপালী সরকার। তিনি উপস্থিত সকলকে বিনা প্রয়োজনে বাইরে বের না হয়ে ঘরে থাকার ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। এভাবেই তিনি ছুটে চলেছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। এ সময় তার সাথে ছিলেন কালীগঞ্জ থানার এসআই সুজাত হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

আপনি আরও পড়তে পারেন