নবাবগঞ্জে এক সাথে ঘুরা ঘুরির দায়ে ৯ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

সামাজিক দূরত্ব বজায় না রেখে একসঙ্গে একাধিক লোক ঘুরাঘুরির দায়ে ঢাকার নবাবগঞ্জে ৯ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
শুক্রবার বিকেলে উপজেলার মেলেং, শোল্লাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম। রাস্তায় দলবদ্ধভাবে একসঙ্গে ঘুরাঘুরি করার দায়ে তাদের নয় জনকে ১৮’শত টাকা অর্থদণ্ড দেন। এমনকি উপজেলা প্রশাসের পক্ষে ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট৷
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ির বাহিরে ঘুরাঘুরি এবং একসঙ্গে একাধিক লোকজন জনসমাগম সৃষ্টি করতে পারবে না৷ এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হতেও পারবেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছে৷
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম ‘দেশসংবাদকে’ বলেন, করোনা প্রতিরোধে কাজ করছেন সরকার। এরই মাঝে অনেকেই সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় ঘুরাঘুরি করছেন এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এমনকি পরবর্তীর জন্য সতর্কও করে দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, আগামীকাল থেকে সন্ধ্যা ৬ টার পর বাড়ির বাহিরে থাকলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ তাই সবাইকে সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি৷

আপনি আরও পড়তে পারেন