সাভারে লকডাউনের মধ্যে বিয়ে, ৮০ হাজার টাকা জরিমানা

সাভারে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেহপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে বাড়ির আটজনকে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়।

বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এসময় নির্দেশনা না মেনে জনসমাগম ঘটানোর দায়ে অভিযুক্ত করে বর ও কনে পক্ষের পরিবারের ৪ জন করে মোট ৮ জনকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিসুর রহমান জানান, বর ও কনের উভয়পক্ষের একটি মুচলেকা  গ্রহণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন