জগন্নাথপুরে প্রবেশ করলে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে, এসআই আফছার 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ এড়াতে
কঠোর অবস্থানে জগন্নাথপুরের পুলিশ প্রশাসন।
এক সপ্তাহের মধ্যে বহিরাগত কেউ কিংবা জগন্নাথপুর উপজেলার কোন বাসিন্দা দেশের
অন্য কোন উপজেলা, জেলা, কিংবা বিভাগীয়
শহরথেকে জগন্নাথপুর উপজেলায় প্রবেশ করে
থাকলে জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি আবগত করার জন্য আহবান জানানো হয়েছে।এছাড়া গত ৭, ৮ মধ্যে কেউ এসে থাকলে তাকে
১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
জগন্নাথপুর থানার এসআই মোঃ আফছার আহমদ গত ৮ ই এপ্রিল রোজ বুধবার জনস্বার্থে সচেতনা মূলক ‘এ সংক্রান্তএকটি পোষ্ট দিয়েছেন তাঁর ফেইসবুক আইডিতে।
এসআই আফসার আহমদ জানান, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গত ৭, ৮ দিনের মধ্যে কোনব্যক্তি যদি অন্য উপজেলা, জেলা, বিভাগীয় শহরসহ দেশের অন্য কোন স্থান থেকে
জগন্নাথপুরে এসে থাকলে পুলিশকে অবহিত করতে হবে। জনস্বার্থে এই ০১৭১১৯৫১০৯৪ নাম্বারে তথ্য দিতে তিনি আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন