দোহারে মধ্যবিত্ত পরিবারের দড়জায় ত্রাণ নিয়ে উপজেলা প্রশাসন

 নিজস্ব প্রতিবেদক ঃ

ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার এলাকার মধ্যবিত্ত ১০ টি পরিবারের দড়জায় ত্রাণ পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবার মুঠোফোনে কল দিয়ে সাহায্য চাইলে ১০ টি পরিবারকে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ টি সাবান ও ১ কেজি করে লবন পৌছায় দেয় সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।ঢাকা-১ আসনের সাংসদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া ত্রাণ থেকে এ সাহায্য দেয়া হয়।এবিষয় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কিছু লোক আছে যারা মধ্যবিত্ত তারা না খেয়ে থাকবে কিন্তু লাইনে দাড়িয়ে সাহায্য নিতে পরবে না। এছাড়া এদের লিষ্টও করা হয় না। তাদের দিন খুব কষ্টে কাটে।তাদের কথা চিন্তা করে আমাদের এই ফোনকলের উদ্যোগ। এবিষয়ে আফরোজ আক্তার রিবা বলেন, আপনারা ঘরে থাকুন, খাবার না থাকলে আমাকে কল করুন, খাবার আপনাদের ঘরে পৌছে দেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন