দোহারে প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার পুড়িয়ে ধ্বংস

 

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার দোহার উপজেলার বটিয়া খালে প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার ও একশত ফুট ড্রেজার পাইপ পুড়িয়ে ও ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। জানা যায় রবিবার দুপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ড্রেজার মেশিনটি পুড়িয়ে এবং একশত ফুট পাইপ ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।প্রশাসনকে দেখে বালু কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, অবৈধ ড্রেজারটি ঢাকা পল্লী বিদুৎ সমিতি ২ এর পরিচালক প্রভাবশালী আওলাদ হোসেনের। সে দীর্ঘ দিন যাবৎ এভাবে খাল ও পদ্মানদীর বুক চিরে বালু উত্তোলন করে আসছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশনা রয়েছে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। তাই এবিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

আপনি আরও পড়তে পারেন