শৈলকুপার নারী ফুটবলার উন্নতি খাতুনের খবর নিতে ছুটে গেলেন ইকু শিকদার

 

এম বুরহান উদ্দীন -শৈলকুপা,ঝিনাইদহ:

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ নারী ফুটবলে দেশসেরা নারী ফুটবলার উন্নতি খাতুনের ঘরে খাবার নেই। সংসারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি উন্নতির পিতা দাউদ হোসেন। করোনা ভাইরাস মোকাবেলায় তার শ্রমিক পিতা ঘরবন্দি। খবর রাখেনি কেউ। তাদের দেখার মত কেউ নেই”।

এমন সংবাদ পেয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে উন্নতির বাড়ীতে ছুটে যান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। দেশসেরা ফুটবল কন্যা উন্নতির পরিবারের সাথে কথা বলে খাদ্য ঘাটতির বিষয়ে তিনি অবগত হন।

তাই রবিবার(১২এপ্রিল) দুপুরে তিনি উন্নতির পরিবারকে আগামী ১ মাসের খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, আলু, ডাল, তেল, লবনসহ হাত ধোয়ার সাবান ও স্যানিটাইজার এবং দৈনন্দিন ঔষধ সামগ্রী তুুলে দেন। এছাড়াও উন্নতি ও তার বাবাকে হাত খরচের জন্য কিছু নগদ টাকা দেন।

শিকদার ওয়াহিদুজ্জামান ইকু জানান, যে কোন সমস্যায় উন্নতির পরিবারের পাশে থাকবেন এবং অভাবের সংসারের হাল ধরবেন।

ফুটবলার উন্নতি খাতুন জানান, এমনিতেই তাদের অভারের সংসার। তার উপর আবার করোনা ভাইরাস মোকাবেলায় বাবা দীর্ঘদিন ঘরে বসে। এমতাবস্থায় তাদের সংসারে অভাব অনটন দেখা দিয়েছে। করোনা যুদ্ধে এই প্রথম কেউ তার পরিবারের হাল ধরলো। খাদ্য সামগ্রী পেয়ে সে ও তার পরিবার কিছুদিনের জন্য নিশ্চিন্ত হলো।

আপনি আরও পড়তে পারেন