জগন্নাথপুরে ১২ জন ইজিবাইক(টমটম) যাত্রীকে অর্থ দন্ড প্রদান

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সরকারি নির্দেশনা অমান্য করে ব্যাটারিচালিত ইজিবাইক(টমটম) গাড়ীতে গাদাগাদি করে ওঠায় জগন্নাথপুরে ১২ জন যাত্রীকে অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত।
মরনব্যাধী করোনাভাইরাস এর সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষকে ঘরমুখী করার লক্ষে ১২ ই এপ্রিল রোজ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জগন্নাথপুরের বিভিন্ন স্থানে সচেতনামূলক প্রচার অভিযান শুরু করে। অভিযানকালে উপজেলার ইকড়ছই-চিলাউড়া সড়কে একটি যাত্রীবাহী ইজিবাইক (টমটম) গাড়ীতে বেআইনিভাবে অতিরিক্ত যাত্রী বহন করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জন যাত্রীর প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। তবে টমটম গাড়ির চালক কৌশলে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন