দোহারে করোনায় ক্ষতিগ্রস্থ ভাসমান ১৩৫ টি পরিবারকে ত্রাণ বিতরণ

 মহিউল ইসলাম পলাশ দোহার (ঢাকা) প্রতিনিধিঃ৷

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের আওতায় ভাসমান (ভাড়াটিয়া) করোনায় ক্ষতিগ্রস্থ ১৩৫ টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন। এরা ভাসমান (ভাড়াটিয়া) হওয়ার কারনে পৌরসভা বা পরিষদের চেয়ারম্যান মেম্বারদের তালিকায় নাম না থাকায় তাদের কোন খাদ্য সামগ্রী দেয়া হয়নি। লটাখোলা নতুন বাজার ও ব্রিজ সংলগ্নে বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় ভাসমান ভাড়াটিয়াদের আপত্তির মাঝে জানতে পারে উপজেলা প্রশাসন। বিষয়টি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা আমলে নেন। সোমবার বিকেলে আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র তাৎক্ষনিক ব্যাবস্থা নেন এবং ঢাকা-১ আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাসমান (ভাড়াটিয়া)১৩৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আপনি আরও পড়তে পারেন