আইইডিসিআরসহ বিভিন্ন হট লাইনে নারী কর্মীদের কুপ্রস্তাব, গ্রেপ্তার কিশোর

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সহ (আইইডিসিআর) দেশের বিভিন্ন সেবা প্রদানকারী হটলাইন নম্বরে কল করে অশ্লীল কথা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা পুলিশ এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ওই কিশোরের নাম সাঈদ হোসেন। সে ফুলবাড়িয়া এলাকার রং মিস্ত্রি হাসেম আলীর ছেলে।

ওই কিশোর আইইডিসিআর, স্বাস্থ্য বাতায়ন, জাতীয় তথ্য সেবা বাতায়নসহ বিভিন্ন সেবা প্রদানকারী টোল ফ্রি হটলাইন নম্বরে কল করে ও বার্তা পাঠানোর মাধ্যমে নারী কর্মীদের কুপ্রস্তাব দেয়। ওই কিশোর কোন কোন হটলাইন নম্বরে শতাধিক বারও কল দেয়। কিশোরের ব্যবহৃত মোবাইল নম্বরটি তার বাবার নামে রেজিস্ট্রেশন করা। অল্প বয়সী ছেলেকে মোবাইল কিনে দিলেও মোবাইল ফোন কি কাজে ব্যবহার হচ্ছে, খোঁজ না রাখায় বাবাকেও জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকায় একটি মামলার পরিপ্রেক্ষিত ফোন ব্যবহারকারীর অবস্থান জেনে জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কিশোরকে আটক করেছে। সে সপ্তম শ্রেণির ছাত্র।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা সম্পর্কে সর্বশেষ তথ্য-পরামর্শ এবং সময়োপযোগী সেবা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয় বেশ কিছু হটলাইন নম্বর। এসব হটলাইনে টেলিযোগাযোগের মাধ্যমে পরামর্শ এবং তথ্য সেবা দিয়ে থাকেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।

আপনি আরও পড়তে পারেন