দোহারে স্থান পরিবর্তন করে অস্থায়ী কাঁচা বাজারের কার্যক্রম শুরু

 মহিউল ইসলাম পলাশ দোহার (ঢাকা) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ঢাকার দোহারের বিভিন্ন বাজারের স্থান পরিবর্তন করেছেন দোহার উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৪ ই এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবর্তিত স্থানে বসবে কাঁচা বাজার। প্রশাসনের দেয়া এমন নির্দেশনা অনুযায়ী দোহারের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, জয়পাড়া বাজারের পরিবর্তিত স্থান জয়পাড়া বড় মাঠে বসেছে। লটাখোলা বাজারের পরিবর্তিত স্থান আজাহার আলি মেমোরিয়াল হাইস্কুল মাঠে বসেছে। ইউসুফপুর বাজার বসেছে বাজারের সামনের কাঠ বাগানে। মেঘুলা বাজার বসেছে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ মাঠে। নারিশা বাজারের পরিবর্তিত স্থান নারিশা বাজার সংলগ্ন লঞ্চঘাটে বসেছে। কার্তিকপুর বাজার বসেছে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। বাংলাবাজারের পরিবর্তিত স্থান বাংলাবাজার ঈদগাহ ময়দানে বসেছে। মুকসুদপুর ইউনিয়নের দুবলীবাজার বসেছে বাজারের উত্তর পাশের খোলা মাঠে। ফুলতলা বাজার মিলেছে পদ্মা কলেজ সংলগ্ন মাঠে।

আপনি আরও পড়তে পারেন