শহর জীবানুমুক্ত করতে এবার ঔষধ পানি ছেটালেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস

 

রিয়াজ মোল্ল্যা, (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি ॥
করোনার মহামারী ঠেকাতে শহরকে জীবানুমুক্ত রাখতে এবার ঔষধ পানী নিয়ে রাস্তায় নেমেছে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম। বৃহস্পতিবার সকাল থেকেই তারা তাদের গাড়ীতে করে শহরের বিভিন্ন সড়কে ওই পানি ছেটানো শুরু করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ শহরে পানি ছেটানোর জন্য ঝিনাইদহের ফায়ার সার্ভিস অফিস থেকে একটি গাড়ী কালীগঞ্জে আনা হয়েছে। অস্থায়ীভাবে ওই গাড়ীতে একটি বড় পানির ট্যাংক তুলে তাতে বিলিসিন ও ঔষধ মিশিয়ে শহরে ছেটানো হচ্ছে। তিনি আরো জানান, ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সহযোগিতায় পৌরসভা থেকে বিলিসিন ও ঔষধ নিয়ে তাদের ফায়ার সার্ভিসের কর্মীবাহিনী এ কাজ করছে। বর্তমানে দেশে করোনার মহামারি রোধে এ শহরকে জীবানুমুক্ত করতেই তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন