জগন্নাথপুরে করোনা প্রতিরোধে প্রচারণা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক মাইকিং করেছেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৬ ই এপ্রিল রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার, মোহাম্মদগঞ্জ বাজার ও বিভিন্ন হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় সচেতনামুলক মাইকিং করার পাশা-পাশি বাজার মনিটরিং করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে আতষ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানানোর পাশাপাশি ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে কোন লোক এলাকায় আসলে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানান।তাছাড়া করোনাভাইরাস রোধে সকল ধরণের জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ করেন। তিনি বাহিরে অবস্থানরত লোকজনকে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য এবং প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন।
এ সময় জগন্নাথপুর থানার এএসআই জাকির হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরস উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন