কালীগঞ্জ ভূষিমাল বাজারের কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ালো ‘সাগর এন্টারপ্রাইজ

রিয়াজ মোল্ল্যা, (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি ॥
মহামারি করোনার কবলে কর্ম হারিয়ে মানবেতর দিন পার করছে দেশের অন্যতম কালীগঞ্জ ভূষিমাল বাজারের দিনমজুর শ্রমিকরা। দীর্ঘদিন কোন কাজ না থাকায় তাদের পরিবারে নেমে এসেছে হাহাকার। এমনি দূর্দিনে তাদের পাশে দাড়ালো বাজারের ভূষিমাল ব্যাবসায়ী প্রতিষ্টান সাগর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইব্রাহিম খলিল লিটন। তার প্রতিষ্টানের সহযোগীতায় ভূষিমাল হাটের কর্মহীন প্রায় শতাধিক শ্রমিকসহ গ্রামের অসহায় দু’শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরন করেছে। মঙ্গলবার সকালে ভূষিমাল হাটাতে শতাধিক শ্রমিকের হাতে ওই সাহায্যের চাউল তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন।
অসহায় শ্রমিকদের পাশে এগিয়ে আসা ভূষিমাল ব্যাবসায়ী ইব্রাহিম খলিল লিটন জানান, দেশে এখন দূর্দিন চলছে। মহামারি করোনার কবলে তাদের ব্যাবসা প্রতিষ্টানের শ্রমিকগন কর্মহারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ওইসব শ্রমিকদের দিয়েই তাদের মত ভূষিমাল ব্যাবসায়ীরা প্রতিষ্টিত হয়। এই দূর্দিনে তাদের পরিবারের জন্য কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাত্র। তিনি সেইসাথে সমাজের বিত্তবান ব্যাবসায়ীদেরও এগিয়ে আসার আহব্বান জানান।

আপনি আরও পড়তে পারেন