রাণীনগরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবজি বাজার স্থানান্তর

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নওগাঁর রাণীনগর কালীবাড়ি হাট ও বাজারের সকল ধরনের সবজি বাজার স্থানান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলার রেল ষ্টেশন এলাকায় খোলা আকাশের নিচে বাজারটির কার্যক্রম সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। জনসাধারনের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবজি বাজার
স্থানান্তরের এ সিন্ধান্ত গ্রহন করা হয়। স্থানান্তরিত বাজারে দোকান নিয়ে বসেছেন সবজি ব্যবসায়ীরা। খোলা মাঠে সবজি বাজার হওয়ায় নারী-পুরুষসহ সবশ্রেনীর মানুষ স্বস্তিবোধ করছেন বলে জানান ক্রেতা-বিক্রেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, প্রয়োজনে উপজেলার সবকটি বাজার খোলা মাঠে নেওয়া হবে। দিন যতই যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। এছাড়াও সর্বসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহির না হতে আহবান জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন