দোহারে নতুন করে আরও ১জন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত-০২

ঢাকার দোহারে নতুন করে আরও একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি উপজেলার লটাখোলায় বসবাস করতো। তার স্ত্রী লটাখোলার চমৎকার বিড়ির ফ্যাক্টরিতে কাজ করতো বিধায় ঐটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও আশে পাশের কয়েকটি বাড়ি এবং পাশের কাঠপট্রি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন ভর্তি থাকায় হাসপাতালের কয়েকজন ডাক্তারকে হোম কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, করোনা আক্রান্ত ঐ ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। তিনি ঢাকা চাকুরি করেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে বসবাসের জন্য দোহারে আসেন, তার স্ত্রী দীর্ঘদিন যাবত দোহারে বসবাস করে আসছে।
গত দুইদিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত মঙ্গলবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি ইমেইলে ঐ ব্যক্তির করোনা পজেটিভ থাকার খবর আসে।

আপনি আরও পড়তে পারেন