জগন্নাথপুরের সনুয়াখাই গ্রামের কর্মহীন হত-দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে করোনাভাইরাসে লকডাউন চলাকালীন মধ্যবিত্ত হত-দরিদ্রদের অন্ন সংস্থানের লক্ষে যুক্তরাজ্য বসবাসরত ব্যাক্তিদের অর্থায়নে দ্বিতীয় ধাপে ১৫০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত জনসাধারণ । সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে পবিত্র রমাদ্বান মাসকে সামনে রেখে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সনুয়াখাই গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবুুল কাশেম ও রোকেয়া খাতুন এর অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী ২৩ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার এই প্রবাসীদের ভাই ব্যবসায়ী ও সমাজ সেবক জগন্নাথপুর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এবং বর্তমানে জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা মোঃ আব্দুল হোসেন আকাশ উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সনুয়াখাই গ্রাম সহ আশপাশের গ্রামের হত-দরিদ্র, দিন মজুর ও মধ্যবিত্ত মানুষের মাঝে জনপ্রতি ৩ কেজি পিয়াজ, ২ লিটার তৈল, ১কেজি চানা ও ১ কেজি ডাল করে দুইশত(১৫০) পরিবারের মধ্যে বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছেন। খাদ্য বিতরণকালে মোঃ আবুল হোসেন আকাশকে সার্বিক সহযোগিতা করেছেন,মোঃ মেহেদী,মোঃ হাসান, মোঃ সুরুজ আলী, মোঃ হুমায়ুন,মোঃ রফিক আলী,মোঃ সৈয়দ সামি,মোঃ আশরাফ আলী,মোঃ সুলতান,মোঃ জসিম,মোঃ তাজফর আলী,মোঃ কবির,মোঃ আকরাম ও মোঃ শাকিল প্রমূখ ।

আপনি আরও পড়তে পারেন