চুযাডাঙ্গায় নতুন করে আরও ৬ জন করোনা পজেটিভ। এবং একজন করোনার উপসর্গ নিয়ে এক মহিলার মৃৃৃত্যু হয়েছে।

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আলমডাঙ্গায় ৪ জন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স সহ আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উথলীতে  করোনার উপসর্গ নিয়ে মৃত্যু সন্দেহে ৫ টি বাড়ি লকডাউন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জুলিয়েট পারউইন। এলাকাবাসী সুত্রে জানা গেছে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বাজার পাড়ার রফিকুল ইসলামে স্ত্রী সাবিনা খাতুন ছবি বেশ কয়েকদিন যাবৎ ডায়রিয়া, জ্বর,ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভুগছিলেন।  গতকাল রাত ১১ টার দিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে  মারা যায় ঐ মহিলা।  খবর পেয়ে রাত ১ টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চার সদস্যদের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে হাজির হয়ে মৃত ব্যক্তির শরীর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে মৃত ব্যক্তির লাশ দাফন কার্য সম্পন্ন হয়।  এ ঘটনার পর জীবনননগর পুলিশ প্রশাসন পাশ্ববর্তী আরো  ৫ টি বাড়ি লকডাউন করে।

আপনি আরও পড়তে পারেন