মোংলা পৌর এলাকায় আসহায় মানুষের মাঝে খাদ্য উপহার দিলেন  ড.শেখ ফরিদুল ইসলাম।

মোঃসুজন মোংলা প্রতিনিধি    
করোনা ভাইরাসের প্রভাবে  বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। খাদ্য সংকটে থাকা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশীল মানুষ। রামপাল মোংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা  সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রামপাল মংলায় ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিজস্ব অর্থায়নে  প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন ডঃ ফরিদ। তার ধারাবাহিকতায় আজ মোংলা পৌরসভায় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য  সহয়তা প্রদান করেছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করেছেন মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিকদল নেতৃবৃন্দ।খাদ্য সহায়তার পাশাপাশি জনসচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। আগামী দিনেও রামপাল মোংলার মানুষের জন্য এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুরো পৃথিবীর মানুষের এই মানবিক বিপর্যয়ে সকল রাজনৈতিক দল সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং বিত্তশীলদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন