শিকারীপাড়া স্কুলের ব্যাচ’৯৫-এর খাদ্য সামগ্রী বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া টি.কে.এম উচ্চ বিদ্যালয়ের ব্যাচ’৯৫-এর সংগঠন “ব্রাইট ফিউচার কোম্পানি”র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বারুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন ও দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, তেল, ছোলা, ডাবলী, বেসন, চিনি, ডাল, পিঁয়াজ।
সংগঠনের চেয়ারম্যান ও বারুয়াখালী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন খাঁন বলেন, সামাজিক উন্নয়নমূলক সংগঠনটি গত দুই বছর আগে স্কুল জীবনের বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনের মাধ্যমে নবাবগঞ্জের পশ্চিমা লের তিনটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের এই দুর্দিনেও আমাদের কার্যক্রম থেমে নেই। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে দেশ ও প্রবাসের ব্রাইট ফিউচার কোম্পানির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

আপনি আরও পড়তে পারেন