চুয়াডাঙ্গায়  মানবসেবা সংস্থার  উদ্যোগে ১০ টাকার বিনিময়ে  ৩৪০ টি হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদান ।

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা
করোনা পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গায় মানব সেবা সংস্থার উদ্যোগে ১০ টাকায় ৩৪০ টি হতদরিদ্র  পরিবারের মাঝে দুই দিনের সদাই খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
গতকাল বিকালে অতিরিক্ত পুলিশ সুপার তারেক মাহমুদ ও সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন উপস্থিত থেকে শহরের হাতিকাটা বাজারে  তৃতীয় পর্যায়ে ১০ টাকায় হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে দুইদিনের সদাই সামগ্রী বিতরন করা হয়। ১০ টাকার সদাইয়ে ছিলো চাউল, ডাউল, আলু, পেয়াজ রসুন, লবন, ডেটল সাবান, মিষ্টিকুমড়া ও লালশাক। চুয়াডাঙ্গার আলুকদিয়া, আকন্দবাড়ীয়া সহ পাশ্ববর্তী এলাকায় মোট ৩৪০ টি হতদরিদ্র  পরিবারে দশ টাকায় দুই দিনের সদায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মানব সেবা সংস্থার উপদেষ্টা মোঃ লিটন হোসেন, প্রধান সমন্বয় কারী মনিরুল হক জনি ও তরিকুল ইসলাম সুমন,  সমন্বয় কারী সহিদুর রহমান জনি,আসলাম হোসেন, সোহাগ,তারিকুল ইসলাম,সোহেল রানা,জুয়েল, আকরাম,ফরহাদ,  বাধন, সজল, আফ্রীদি,ও হিমেল।

আপনি আরও পড়তে পারেন