কৃষকের ধান কেটে দিলেন নারী এমপি হোসনে আরা

করোনায় যখন কৃষক তার ধান কাটা শ্রমিক না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন ঠিক তখনই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন জামালপু-শেরপুর আসনের আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা। 

সোমবার (২৭ এপ্রিল) ইসলামপুর উপজেলার নটরকান্দায় এলাকায় কৃষক লীগের পঞ্চাশ থেকে ষাট জন নেতাকর্মী নিয়ে নেমে পড়েন কৃষকের ধান ক্ষেতে। নেতাকর্মীসহ ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন ধান।

একজন মহিলা সংসদ সদস্যের এই উদ্যোগে অসহায় কৃষকদের মুখে আনন্দের হাসি ভেসে উঠে। কৃষকরা জানান, ক্ষেতের ধান পেঁকে ক্ষেতেই পড়ে আছে। করোনার কারণে কোনো শ্রমিক না পেয়ে হতাশায় ছিলাম। আর একজন মহিলা এমপি হয়েও হোসনে আরা আমাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। কৃষকরা করোনার এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি হোসনে আরাকে ধন্যবাদ জানান।

হোসনে আরা এমপি বলেন, করোনার কারণে সারাদেশে চলতি বোরো ধান কাটতে শ্রমিক পাচ্ছেন না কৃষক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের কৃষকের ধান কেটে দেবার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই কৃষকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

এমপি জানান, এই ধান কাটা কর্মসূচি অব্যাহত রাখবেন যতক্ষণ ধান কাটা শেষ না হবে।

জামালপুরে এ বছর ১ লক্ষ ২৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন