কেরানীগঞ্জে করোনা সনাক্তের সংখ্যা শতক ছাড়াল, স্বাস্থ্যকর্মী পুলিশসহ নতুন পজেটিভ ৮

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ:

কেরানীগঞ্জ হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একজন স্বাস্থ্যকর্মী ও একজন পুলিশসহ মঙ্গলবার আরো ৮ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে ঢাকার এ উপজেলায় করোনা সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩ জনে। সনাক্তের পাশাপাশি মঙ্গলবার ৩ জন সুস্থ্য হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন। জানা গেছে, নতুন সনাক্তদের মধ্যে শুভাঢ্যার চুনকুটিয়া এলাকায় ৩৪ বছরের এক নারী স্বাস্থ্যকর্মী (সিএইচিসপি, কমিউনিটি ক্লিনিক), খেজুরবাগ এলাকায় ৫২ বছরের এক ব্যক্তি ও ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় দক্ষিন কেরানীগঞ্জ থানার একজন এএসআই রয়েছেন। আগানগর ব্রীজ রোড এলাকায় এক দম্পতি পজেটিভ হয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৪২ ও ৩২। জিনজিরার মনুবেপারীর ঢালে ২৬ বছরের এক যুবক ও ছাটগাঁও এলাকায় ১৬ বছরের এক কিশোর সনাক্ত হয়েছে। এছাড়াও শাক্তার আটি দাড়িপাড়া এলাকায় ২৭ বছরের এক যুবকের রিপোর্ট পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, কেরানীগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ১২ জন জিনজিরা ২০ শয্যা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আছেন ৩০/৩৫ জন। বাকিরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আপনি আরও পড়তে পারেন