শৈলকুপায় করোনায় নতুন আক্রান্ত ৪, মোট আক্রান্ত ৮

   এম বুরহান উদ্দীন- শৈলকুপা, ঝিনাইদহ:   

ঝিনাইদহে নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শৈলকুপা উপজেলায় চিকিৎসক সহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট জেলায় ২১ আর শৈলকুপা উপজেলায় ৮ জন করোনায় আক্রান্ত হলো। মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে সবাই হাসপাতালে কর্মরত। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জেলার ২৩টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ৮টি পজেটিভ ও ১৫টি নেগেটিভ ফলাফল। এর মধ্যে শৈলকুপা উপজেলায় ১১টি রিপোর্ট এসেছে। রিপোর্টের মধ্যে এই উপজেলায় ৪ জনের করোনা পজেটিভ ও ৭ জনের নেগেটিভ। সব মিলে ৩’দিনে এ উপজেলায় মোট ৮ জন শনাক্ত হয়েছে।  তারা হলেন, হাসপাতালের দন্ত চিকিৎসক, ডেন্টাল কর্মী, এক্স-রে কর্মী ও বাবুর্চি। এ বিষয়ে শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত সকলেই হাসপাতালে কর্মরত। একজন বাদে সবাই তাদের বাড়ীতে অবস্থান করছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল লকডাউন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পুরো হাসপাতাল লকডাউনের বিষয়ে এখনো সিদ্ধান্ত গৃহিত হয়নি। তবে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও স্টাফদের আক্রান্তের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, গত রোববার, সোমবার ও মঙ্গলবার ৩ দিনে হাসপাতালের কর্মরত পরিসংখ্যানবিদ, টিএইচও‘র ব্যক্তিগত গাড়িচালক, সিএইচসিপি, দন্ত চিকিৎসক, ডিসপেনসারি কর্মী, এক্সে-রে কর্মী, স্টোর কিপার ও বাবুর্চি করোনা শনাক্ত হয়। যা সবমিলে ৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

আপনি আরও পড়তে পারেন