মোংলায় একটি বানিজ্যিক  জাহাজের পন্য খালাস বন্ধ, ক্যাপ্টেন সহ ৬ নাবিক আইসোলেশনে। 

মোঃসুজন মোংলা প্রতিনিধিঃ 
মোংলা বন্দরে আগত একটি বানিজ্যিক জাহাজের পন্য খালাস বন্ধ করে দিয়েছে বন্দর স্বাস্থ্য বিভাগ।  ৬ নাবিকের শরিরের টেম্পারেচার হাই থাকায় এই নির্দেশ দেওয়া  হয়।
ওই নাবিকরা সবাই চীনা নাগরিক। আজ দুপুরে এমভি ট্যাং হ্যাং  জিয়ান হাই নামক জাহাজটি কয়লা নিয়ে খালাসের জন্য মোংলা বন্দর চ্যানেলে  প্রবেশ করে।
বন্দর স্বাস্থ্য বিভাগের বিভাগের প্রধান ডাক্তার সুফিয়া বেগম জানান, নিয়মিত শারিরিক পরিক্ষার সময় ওই জাহাজটির ৬ নাবিকের শরিরের তাপমাত্রা বেশি পাওয়াযায়। এ কারনে তাদের জাহাজে কোরাইন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়ে পন্য খালাসের কাজ। মঙ্গলবার( ২৮ এপ্রিল) পুনরায় পরিক্ষার পর  নাবিকদের শরিরে তাপ মাত্রা বেশি পাওয়া গেলে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন