কেরানীগঞ্জে ডাক্তার পুলিশ কারারক্ষী সহ একদিনে ৪৪ জন সনাক্ত

 নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ :

কেরানীগঞ্জে ডাক্তার, পুলিশ, কারারক্ষী সহ আরো ৪৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। এছাড়াও আক্রান্তদের মধ্যে একজন (৬৩) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মৃত্যুবরন করেছেন। বুধবার নতুন সনাক্ত হওয়া ৪৪ জনের মধ্যে ১১ জন কারারক্ষী, কেরানীগঞ্জ মডেল থানার ৫ পুলিশ, র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ৫ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার (নারী) রয়েছেন। বুধবার রাতে এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন। সবমিলিয়ে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৪৭ জন। তবে আক্রান্তের এই তালিকা থেকে কারারক্ষীদের বাদ দিয়ে তাদের জন্য আলাদা তালিকা করা হয়েছে। নতুন সনাক্ত ১১ কারারক্ষী ও আগে সনাক্ত ২ কারারক্ষী সহ ১৩ কারারক্ষীকে আলাদা তালিকাভুক্ত করা হয়েছে। কারারক্ষীদের বাদ দিয়ে যে তালিকা করা হয়েছে সেখানে আক্রান্ত সনাক্ত দেখানো হয়েছে ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ও ৬ জন সুস্থ্য হয়েছেন। বুধবার সনাক্ত হওয়া ১১ কারারক্ষী, ৫ পুলিশ, ৫ র্যাব সদস্য ও একজন ডাক্তার ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ২২ জন বাসিন্দা রয়েছেন। জিনজিরা ইউনিয়নে দম্পতি সহ পজেটিভ হয়েছেন ৮ জন। চারজন নারী ও চারজন পুরুষ। বয়স ২২ থেকে ৭১ এর মধ্যে। কোন্ডা ইউনিয়নে এক নারী (৪৬) ও দুই পুরুষ (বয়স ২২ ও ৮২) পজেটিভ হয়েছেন। শুভাঢ্যা ইউনিয়নে এক শিশু (৪), এক নারী (৪৫) ও দুই পুরুষ (বয়স ৫৭ ও ৫৫) পজেটিভ হয়েছেন। আগানগর ইউনিয়নে এক নারী (৫০) ও এক পুরুষ (৬৫) সনাক্ত হয়েছেন। শাক্তা ইউনিয়নে দুই পুরুষ (বয়স ২৩ ও ২৮) পজেটিভ হয়েছেন। কালিন্দী ইউনিয়নে দুই পুরুষ (বয়স ২৪ ও ৩৩) ও তেঘরিয়া ইউনিয়নে ৬৩ বছরের এক ব্যক্তি করোনা পজেটিভ হয়েছেন।

আপনি আরও পড়তে পারেন