চুয়াডাঙ্গায়  সাত ডাক্তার সহ ২৮ জনের শরীরে করোনা পজেটিভ

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, মামুন মোল্লা
চুয়াডাঙ্গায় গত দুইদিনে ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের  উপসর্গ দেখা  দিলে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরই জানা যায় চুয়াডাঙ্গার সতজন ডাক্তার, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ান, নার্স, আয়া ও গাড়ির চালকসহ মোট ২৮ জন ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ে। তবে এ রিপোর্টটি অমিমাংশীত অবস্থায় রয়েছে বলে জানায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন জানান কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মূলত তিনটি জেলার (চুয়াডাঙ্গা,মেহেরপুর ও কুষ্টিয়া) করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রথমদিনেই তিনটি জেলার আক্রান্তর হার বেশি হওয়ায় রিপোর্টগুলো পুন: পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকাতে আইইডিসিআর কার্যালয়ে পাঠানো হয়েছে। তাই এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়ছেন মোট ২৮ জন ব্যক্তির আক্রান্তের বিষয়টি  যেহেতু  অমিমাংশিত রয়েছে   তাই সঠিকভাবে বলা যাচ্ছে না তারা করোনা পজিটি। তবে ঢাকা থেকে রির্পোট হাতে আসলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান  তিনি।

 

আপনি আরও পড়তে পারেন