নবাবগঞ্জে মানবতার গাড়ির খাদ্য বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের নিপু ট্রেডার্সের উদ্যোগে “মানবতার গাড়ি”-এর খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় হরিষকুল মাঠের পাশের ত্রিশ পরিবারের মাঝে বিতরণ করা হয়। পবিত্র রমজান এবং করোনা ভাইরাসের আপদকালীন কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, বুট, আলু, পিয়াজ, চিড়া, পুইশাক দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, নিপু ট্রেডার্সের স্বত্তাধিকারী অনুপম দত্ত নিপু প্রমূখ।
ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল বলেন, মহামারি করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সমাজের প্রতিটি বিত্তবানের উচিত কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়ানো।
অনুপম দত্ত নিপু জানান, নিপু ট্রেডার্সের মানবতার গাড়িটি প্রতিদিন যন্ত্রাইল ইউনিয়নে একটি একটি করে ৯টি ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হচ্ছে। অথবা কেউ ফোন দিলেও গাড়ি দিয়ে খাদ্য পৌছে দেয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন