জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেছেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের হাওরে ধান কাটারত কৃষকদের খোঁজ খবর নেওয়ার পাশা-পাশি প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সুনামগঞ্জ জেলা সরকারি পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নারিকেলতলা গ্রাম এলাকায় ২৯ শে এপ্রিল দুপুরে গাড়ি থামিয়ে হাওরে ফসল কাটারত কৃষি শ্রমিকদের খোঁজ খবর নেওয়ার পাশা-পাশি ২০ জন চাষীর মধ্য জনপ্রতি ৫ কেজি চাউল ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কৃষি অধিদপ্তর সম্প্রসারক (প্রশাসক) পরিচালক শাহ আলম, কৃষি অধিদপ্তরের সাবেক মহা পরিচালক হামিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম,জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
এ সময় কৃষি মন্ত্রী দেশের আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় ধান উৎপাদনের পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সবজি চাষ করার জন্য পরামর্শ দেন।কৃষি সহ সর্বক্ষেত্রে প্রশাসনের সার্বক্ষণিক তদারকির জন্য উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনি আরও পড়তে পারেন