কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে শিশু নারীসহ দগ্ধ ৫

 নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ :

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ দুই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত ৪ টায় শুভাঢ্যা উত্তরপাড়ার হাজী আবুল হোসেনের চার তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। বিস্ফোরনের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তৃতীয় তলার দু’টি ফ্লাটের দেয়াল উড়ে যায়। এসময় ওই ফ্লাটের দুটি পরিবারে ৫ সদস্য দগ্ধ হয়। আহতদের মধ্যে ৭ বছরের এক শিশু ও দুই নারী রয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সাভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরনে তৃতীয় তলার দেয়াল উড়ে গিয়েছে ও ৪ তলা ছাদের কিছু অংশ ধ্বসে পড়েছে। বিস্ফোরণের প্রকট শব্দে আশেপাশের বাড়ি গুলোতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে প্রতিবেদন জানানো হবে বলে। ভবন মালিক আবুল হোসেন জানান, তৃতীয় তলার দুটি ফ্লাট তিনি ভাড়া দিয়েছেন। একটি ফ্লাটে স্বামী স্ত্রী থাকে আর অন্যটিতে আরেক দম্পতি এক সন্তানসহ থাকেন। তিনি আরো জানান, বিস্ফোরণের পরপর ভয়ে সবাই ছোটাছুটি করে নিচে নেমে আসে। তৃতীয় তলা থেকে আহতদের আর্তনাৎ শুনে তাদের উদ্ধার করা হয়। তৃতীয় তলার সবাই কমবেশি দগ্ধ হয়েছে। তবে শিশুটির অবস্থা খুব খারাপ। দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য বাড়িটি ঘিরে রেখেছে করেছে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন