জগন্নাথপুরে ৬ ঘন্টা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদীর দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান-পাট খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরী সভা সভা ৩০ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহ্ফুজুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা আক্তার, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল হাশিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান, সাংবাদিক বাবু শংকর রায় ও জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে ১ লা মে রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মোট ৬ ঘন্টা সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে উপজেলার সবকটি হাট-বাজার এর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে।
উল্লেখ্য, ইতিপূর্বে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষে জগন্নাথপুর উপজেলার সবকটি হাট-বাজার বিকাল ৪ ঘটিকা হইতে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত মোট ২ ঘন্টা দোকান-পাট খোলা রাখার সিদ্ধান্ত ছিল।

আপনি আরও পড়তে পারেন