দোহারে পূর্ব শত্রুতার জেরে হামলা

 নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। মাহমুদপুর ইউনিয়নের সাবেক আওয়ামিলীগের সভাপতি আইয়ুব আলীর ভাতিজাদের সাথে স্থানীয় ছোরহাব বেপারীর ভাই আঃ ওহাবের সাথে পূর্বে পারিবারিক দন্দ ছিলো। পূর্ব শত্রুতার জের ধরে আইয়ূব আলীর নেতৃত্বে তার ভাতিজা মাহমুদপুর ইউনিয়ন যুবদলের নেতা মিজান(৪৫), ইউনিয়ন যুবদলের নেতা আবুল খায়ের(৩৮) ও ইকলাছ মাস্টার(৩৫) গতকাল বুধবার ২৯/০৪/২০ইং তারিখ দুপুরে ছোরহাব বেপারী ও আঃ ওহাবের বাড়িতে গিয়ে হামলা করে। ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আইয়ুব আলীর ভাতিজারা ছোরহাব ও তার পরিবারের সদস্যদের উপড় হামলা করে। এসময় ছোরহাবের ঘরে থাকা আলমারি ভেঙে আলমারিতে থাকা এক লক্ষ বাইশ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ছোরহাব বেপারী জানান, আমার সাথে তাদের কোন ঝামেলা ছিলো না, আমার ভাই ওহাবের সাথে তাদের কথা কাটাকাটি হলে তারা হঠাৎ আমার ও আমার ভাইয়ের উপর বাড়িতে এসে হামলা করে এবং ভাংচুর করে টাকা পয়সা নিয়ে যায়। আমি এক সপ্তাহ আগে আমার পাগলা গরুটি বিক্রি করেছি, ব্যাংক বন্ধ থাকায় সে টাকা ঘরের আলমারিতে ছিলো। আইয়ূব আলীর ভাতিজার সে টাকা নিয়ে গেছে। তিনি আরো বলেন, হামলার সময় আমি দৌড়ে পার্শ্ববর্তী বাড়ির ঘরে অবস্থান করলে সেখানে গিয়েও তারা হামলা চালায়। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে আইয়ুব আলীর ভাতিজারা হঠাৎ ছোরহাব বেপারীর বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ফারুক উজ্জামান বলেন, করোনা মহামারিতে যখন সবাই করোনার বিরুদ্ধে যুদ্ধে ব্যাস্ত তখন একদল অসাধু বিভিন্ন অন্যায় করে বেড়াচ্ছে। আমি বি এন পির কর্মীদের দ্বারা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এক ভাইয়ের তর্কবিতর্কের জেরে আরেক ভাইয়ের উপর হামলা ও টাকা পয়সা নিয়ে যাওয়া একটা জঘন্য অপরাধ। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি,দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিতো অভিযোগ পেয়েছি এবং ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। ছোরহাব ও তার পরিবারের উপড় হামলাটি অনাকাঙ্ক্ষিত হামলা। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আপনি আরও পড়তে পারেন