দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৮ হাজার ২৩৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, ৩১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯৫৮টি, পরীক্ষা করা হয়েছে ৫৫৭৩টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, দুইজনের একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। এবং একজন ঢাকার ও একজন ঢাকার বাইরের।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। তবে তিনি এও জানান যে, শনাক্তকৃতদের মধ্যে প্রায় ৮০০ জনের অবস্থা ভালো। তাদের মাঝে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

আপনি আরও পড়তে পারেন