মোংলায় করোনা ভাইরাস সংক্রামন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

 
মোঃসুজন মোংলা  প্রতিনিধি।
 মোংলায় করোনা ভাইরাস সংক্রামন ও সরকারের পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তানজিদুল ইসসলাম নয়ন নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৬।বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-৬ এর সদস্যরা মোংলা উপজেলা সদর থেকে তাকে আটক করে।নয়নের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুবুল আলম।
আটক নয়ন উপজেলার জয়মনি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
র‍্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুবুল আলম বলেন করোনা ভাইরাস সংক্রামন এবং সরকারি পদক্ষেপ নিয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারি করার অপরাধে একটি মুঠোফোনসহ মোংলা থেকে তানজিদুল ইসসলাম নয়নকে আটক করেছি। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন