কেরানীগঞ্জে ইউপি মেম্বারের সফট ড্রিংকস তৈরীর কারখানা সিলগালা : ৫০ হাজার টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ:

কেরানীগঞ্জের কালিন্দীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কারখানা চালু ও অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকস উৎপাদনের অভিযোগে একটি কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। রোববার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় কারখানার মালিক কালিন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, দীর্ঘদিন যাবত ইউপি সদস্য মোক্তর হোসেন তার কারখনায় অবৈধভাবে অরেঞ্জ সফট ডিংকস পাউডার তৈরী করে আসছিল। এগুলো তৈরী করার জন্য তার কোন অনুমোদন ছিল না। করোনা পরিস্থিতির কারনে সরকারি ছুটি অমান্য করে গোপনে তিনি কারখানা চালু রেখে অস্বাস্থ্যকর পরিবেশে সফট ড্রিংকস পাউডার উৎপাদন করছিলেন। কর্মরত শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মেনেই কারখানায় কাজ করছিলেন। এতে তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন