জগন্নাথপুরে রসুলপুর (চিলাউড়া) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে করোনা ভাইরাসে লকডাউন চলাকালীন হত-দরিদ্র দিনমজুরদের অন্ন সংস্থানের লক্ষে যুক্তরাজ্যে বসবাসরত ব্যাক্তিদের অর্থায়নে ৩৮০ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত জনসাধারণ । সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর (চিলাউড়া) গ্রামের যুক্তরাজ্যে  বসবাসরত প্রবাসীদের ৩ লক্ষ ২১ হাজার ৪ শত  টাকার অর্থায়নে রসুলপুর গ্রামবাসীর আয়োজনে ৭ ই মে রোজ  বৃহস্পতিবার  রসুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে  রসুলপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও রসুলপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ আনোয়ার মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী বুরহান উদ্দিন, রসুলপুর গ্রামে সালিশ ব্যক্তিত্ব সাজ্জাদ আলি, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ হিরা মিয়া, রসুলপুর মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাজন মিয়া,মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য ও তরুণ সমাজসেবক রাজনীতিবিদ আবুল হাশিম ডালিম, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাজী ফজলুর রহমান ফজলু, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আনসার মিয়া, আমজদ খান, মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সাব্বির আহমদ, এলাইছ মিয়া, আলতাব খান, সাদিল মিয়া, সুলতান আহমদ, ইলাল মিয়ার তত্বাবধায়নে রসুলপুর ও উত্তর রসুলপুর গ্রামের ৩৮০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে  ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ কেজি পিয়াজ, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি লবণ, ৪ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুর, একটি বল সাবান ,একটি লাইফ বয় সাবান। কয়েকটি পরিবারকে খাদ্যসামগ্রীর রসুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে  বিতরণ করারপর রসুলপুর উত্তর রসুলপুর গ্রামের স্বেচ্ছাসেবকদের দায়িত্বে প্রত্যেক পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে রসুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে রসুলপুর গ্রামের যুক্তরাজ্যে অবস্থানরত সকল প্রবাসীদের কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং সকল প্রবাসীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন