কেরানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ ॥
কেরানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত জাহিরুল ইসলাম (৫০) তারানগর ইউনিয়নের বেউতা গ্রামের মৃত রাজ্জাক মাঝির ছেলে। গত মাসের ২৪ তারিখে সালিশ বৈঠক চলাকালে স্থানীয় আওয়ামীলীগ নেতা জাকির দলবল নিয়ে হামলা চালিয়ে জাহিরুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। জানা যায়, করোনা পরিস্থিতির কারনে দোকান খোলা রাখায় দোকানদার রহম আলীকে বাধা দেন জাকির হোসেন। এনিয়ে তাদের পক্ষে কথা কাটাকাটি হলে গত মাসের ২৪ তারিখে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশ চলাকালে জাকির দলবল নিয়ে আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আলাউদ্দিন, রহম আলী, জাহিরুল ইসলামসহ কয়েকজন কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় জাহিরুলকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এঘটনায় ২৪ এপ্রিল একটি মারামারির মামলা হয়েছিল। যেহেতু আহত ব্যক্তি মারা গেছে, সেটি এখন হত্যা মামলায় টার্ন নিবে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন