গাউছিয়া মার্কেটে আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই

 

রূপগঞ্জের গাউছিয়া-৩ টিন মার্কেট ও কাঁচা বাজার মার্কেটের কয়েক শত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আড়াইহাজার, ইপিজেড ও কাঞ্চন ফায়ার সার্ভিসে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রের কাজ করেন।

বিসমিল্লাহ স্টোরের মালিক আহসান জানান, তার দোকানে চৌদ্দ লাখ টাকার মালামাল ছিল। সবই পুড়ে গেছে। রহমান ফার্মেসীর মালিক রহমান জানান তারও কয়েক লাখ টাকার ঔষুধ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুতের সর্ট সার্কেটে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনি আরও পড়তে পারেন