দোহারে ঈদ বেচা-বিক্রিতে স্বাস্থ্যবিধি না মানায় ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড, ১০ দোকান বন্ধ

 

ঢাকা জেলার দোহার উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করা ও সামাজিক দুরত্ব বজায় না রেখে বেচাবিক্রি করার অপরাধে ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার জয়পাড়া বাজারে ১০টি দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবার  উপজেলার জয়পাড়া বাজার ও কার্তিকপুর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সামাজিক দুরত্ব বজায় না রেখে বিকিকিনির কারনে এবং ভোক্তা অধিকার আইনে ওই দুই বাজারের ৭ ব্যবসায়ীকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
একই দিনে স্বাস্থ্যবিধি না মানায় দুপুর ১২টার দিকে জয়পাড়া বাজারের ১০টি দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন।

আপনি আরও পড়তে পারেন