ঝিনাইদহে ৫ ডাক্তার নার্সসহ ১৫ জন করোনা মুক্ত

 

রিয়াজ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পাঁচ চিকিৎসক ও নার্সসহ ১৫ করোনা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এরমধ্যে ঝিনাইদহ সাতজন, কালীগঞ্জে ছয়জন, মহেশপুরে একজন ও শৈলকুপায় একজনকে এই ছাড়পত্র দেওয়া হয়। জেলায় এ পর্যন্ত ৪৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ টিমের তত্বাবধানে দির্ঘ চিকিৎসার পর এই ১৫ জনের শরীরে করোনা নেগেটিভ পাওয়ায় মুক্ত জীবনের ছাড়পত্র দেওয়া হলো। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়।
করোনা বিজয়ীদের ছাড়পত্র অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন সেলিনা বেগম উপস্থিত থেকে তাদের হাতে করোনা মুক্ত সনদ ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কালীগঞ্জে করোনার রোগীদের ছাড়পত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা ও আরএমও সুলতান আহমেদসহ চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা।

আপনি আরও পড়তে পারেন