মিশুক এর ধাক্কায় জগন্নাথপুর -পাগলা সড়কে ছাতক এর নূরউদ্দিন আহত

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুর -পাগলা সড়কে মিশুক গাড়ীর ধাক্কায় ইজিবাইক (টমটম) যাত্রী ছাতক এর নূরউদ্দিন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
ডাঃ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,১৭ ই মে রোজ রবিবার ১ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়ক এর যোগলনগর পয়েন্ট এলাকায় কলকলিয়া বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মিশুক গাড়ী জগন্নাথপুর থেকে ছেড়ে আসা ইজিবাইক (টমটম) গাড়ীর যাত্রী সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীপতিপুর গ্রাম নিবাসী মোঃ নূরউদ্দিন (৬০) কে (গাড়ীর ভিতর) সজোড়ে ধাক্কা দেওয়ায় তাঁর ডান পায়ের হাটুর মাংস কেটে যাওয়ার পাশা-পাশি হাটুর হাড় ভেঙ্গে গেছে । তাৎক্ষণিক ভাবে ইজিবাইকের চালক ও অন্যান্য যাত্রীরা আহত নূরউদ্দিন (৬০) কে স্থানীয় কলকলিয়া বাজারে নিয়ে আসলে পল্লী চিকিৎসক রাশেল আহমেদ আহত নূরউদ্দিন (৬০) এর কাটা স্থানে ৭ টি সেলাই দেওয়ার পাশা-পাশি সাময়িক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে ডাঃ রাশেল আহমেদ বলেন, আহত ব্যাক্তি নূরউদ্দিন (৬০) এর পায়ের অবস্থা আশংকাজনক হাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা। এক্স-রে করানো অতীব জরুরী। তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করার জন্য তাঁর আত্মীয় -স্বজনকে পরামর্শ দিয়েছি।

আপনি আরও পড়তে পারেন