দোহারে ১২’শত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন জজ মান্নান     

মহিউল ইসলাম পলাশঃ
সারাদেশে কোটি মানুষ কর্মহীন। শ্রমজীবী, দিনমজুর, ক্ষেতমজুর ও কারখানা শ্রমিকের বড় অংশ বেকার হয়ে পড়েছেন। রোজগার বন্ধ হওয়ায় অনেকের দিন কাটছে অনাহারে। অনেক জায়গায় ত্রাণ সহায়তা দিয়েও করোনা বিপর্যয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের এই দুরবস্থা কাটছে না।আর এসব বিষয়ে লাঘবে চিন্তিত ঢাকা-১ আসনের   সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের   আহবানে অনুপ্রানিত হয়ে দোহার উপজেলার কৃতি সন্তান, ভুমি নিবন্ধন অধিদপ্তরের সাবেক  মহাপরিচালক  মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আ.মান্নানের প্রয়াত সন্তান শুভ ফাউন্ডেশন।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে মুকসুদপুর ইউনিয়নের সাবেক বিচারপতি আ.মান্নানের  বাড়িতে ১২ শত কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে
ঈদ উপহার হিসেবে নতুনশাড়ি,লুঙ্গি,সেমাই,পোলারচাউল,চিনি,লবন,সাবান,গুড়া দুধ ও তৈল বিতরন করেন।এছাড়াও করোনা বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর্যে হাসানা(সুদ বিহীন)ঋন নামক একটি প্রকল্প হাতে নিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.খান মোহাম্মদ আ.মান্নান।এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র,ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,মুকসুদপুর ইউনিয়নের আ’লীগের সাবেক সভাপতি মানিক খান,ইঞ্জিনিয়ার আবুল কাসেম,দোহার প্রেসক্লাবের  সম্পাদক মাহবুবুর রহমান টিপু, আতাউর রহমান সানি,আবুল হাসেম ফকির,মহিউল ইসলাম পলাশ,জাকির হোসেন,নিউজ ৩৯ অনলাইন সংস্করণের জোবায়ের শরীফ,তৌহিদ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন