দোহারে দুই দোকানে আগুন, প্রায়-১০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি 

 

দোহার

মহিউল ইসলাম পলাশ দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলার কার্তিকপুর বাজারে শটসার্কিটের কারনে দুই দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে দোকান মালিকদের দাবী অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকানগুলি হল কুসুমহাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কার্তিকপুর বাজারের নাঈম সু ষ্টোর ও ঈমাম ক্লথ ষ্টোর।
জানা যায়,শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার কার্তিকপুর বাজারের নাঈম সু ষ্টোর ও ঈমাম ক্লথ ষ্টোরে আগুনের সুত্রপাত দেখে ব্যবসায়ীরা দোকানের তালা ভেঙ্গে আগুন নিভাতে চেষ্ঠা করে।এ সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আমজাদ হোসেনের বুদ্ধিমত্তায় বিষয়টি তাৎক্ষনিক দোহার ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় আধঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।ততক্ষনে নাঈম সু ষ্টোর ও ঈমাম ক্লথ ষ্টোরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্থ দোকান মালিক মোতালেব মুন্সির ছেলে জামান ও মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের মেয়ের জামাই মুনির মাষ্টার দাবী করেন আগুনে তাদের প্রায় দশ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ বিষয়ে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ জানান,কার্তিকপুর বাজারে প্রায় অর্ধশতাধিক আধাপাকা টিনকাঠের দোকান রয়েছে।ফায়ার সার্ভিস সঠিক সময়ে না আসলে আগুনের লেলিহান সমস্ত বাজারে ছড়িয়ে পড়তো।মহান আল্লাহর কৃপায় অল্পতেই রক্ষা পেয়েছে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান, সটসার্কিটের কারনে আগুনের সুত্রপাত ঘটে।দ্রæত ফায়ার সার্ভিসের উপস্থিতির ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আপনি আরও পড়তে পারেন