নবাবগঞ্জে আরও ১৫, দোহারে ১৪ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার (৭ জুন) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৫ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে কলাকোপা ইউনিয়নে ৪, চুড়াইনে ৪, জয়কৃষ্ণপুরে ২, যন্ত্রাইলে ২, বান্দুরার ১ ও আগলার ১ জন বাসিন্দা রয়েছে। এছাড়া ১ জন শ্রীনগরের বাসিন্দা। ডা. অনুপ জানান, গত ২জুন উপজেলার ৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে ওই ১৫ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন ও মৃত্যুবরণ করেছেন ৩জন।
ঢাকার দোহার উপজেলায় নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেয়ে দাঁড়িয়েছে ১২৯ জনে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে ৩ জন ফুলতলা, ৩ জন নারিশা, ৩ জন দোহার ও অন্যরা ঘোনা ও জয়পাড়া এলাকার বাসিন্দা। সোমবার (৮জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৩ জুন ৩৮ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। এর মধ্য থেকে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১২৯ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪০ জন।

আপনি আরও পড়তে পারেন