নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তৈয়ব চেয়ারম্যানের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো (৭৯) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তৈয়ব আহমেদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর আহমেদ তোয়াহা। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, ২৪ মে তৈয়ব আহমেদ (কোভিড-১৯) প্রাণঘাতি করোনা ভাইরাসে শনাক্ত হলে ওই দিনই তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিও বিভাগে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। কলাকোপা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, তৈয়ব আহমেদ ১৯৭৭ সাল থেকে ২০১৬ইং সাল পর্যন্তÍ একটানা ৩৯বছর কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আপনি আরও পড়তে পারেন