করোনা আক্রান্তের সংখ্যা ৭শ’ ছাড়াল যশোরে

যশোরে করোনা আক্রান্তের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ৬০ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭০২ জনে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৯২ জন। আর মারা গেছেন ১৩ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, বৃহস্পতিবার (০২ জুলাই) ঘোষিত ফলাফলে যশোরের ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের ও মাগুরার ৩৪ এরমধ্যে ৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা পজিটিভ এবং ২০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৬২ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তার মধ্যে ফলোআপ পজিটিভ আছে  ২ জনের। বাকিরা নতুন আক্রান্ত।

তাদের বর্তমান বাসস্থান নিশ্চিত করে তা লকডাউন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন